প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১১

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। সংকর ধাতু কাঁসার উপাদান কোন দুটি?
(ক) তামা ও টিন (খ) তামা ও দস্তা
(গ) তামা ও নিকেল (ঘ) তামা ও সীসা
২৭। গ্রিন হাউস অ্যাফেক্ট বলতে বোঝায়-
(ক) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি
(খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
(গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
(ঘ) গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
২৮। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
(ক) শূন্যতায় (খ) বাতাসে (গ) পানিতে (ঘ) লোহায়
২৯। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়?
(ক) মৃদু রঞ্জন রশ্মি (খ) গামা রশ্মি
(গ) বিটা রশ্মি (ঘ) কসমিক রশ্মি
৩০। বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কীভাবে?
(ক) আহ্নিক গতির জন্য (খ) পৃথিবীর আকর্ষণে আকৃষ্ট হয়ে
(গ) বার্ষিক গতির জন্য (ঘ) অক্সিজেনের প্রাধান্যের জন্য
৩১। পুনর্ভবা কোন নদীর উপনদী?
(ক) মহানন্দা (খ) ভৈরব (গ) কুমার (ঘ) বড়াল
৩২। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
(ক) পটাশ (খ) ইউরিয়া (গ) টিএসপি (ঘ) অ্যাসোসিয়ান সালফেট
৩৩। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
(ক) সংস্কৃত (খ) বাংলা (গ) অস্ট্রিক (ঘ) হিন্দি
৩৪। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি?
(ক) ১৮২৪-১৮৭৩ সাল (খ) ১৮৫৬-১৯৩৭ সাল
(গ) ১৮৬১-১৯৪১ সাল (ঘ) ১৮৯৯-১৯৭৬ সাল
৩৫। কোন বাংলাদেশীয় উপজাতীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
(ক) গারো (খ) খাসিয়া (গ) মারমা (ঘ) সাঁওতাল
৩৬। কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
(ক) ঢেঁকি (খ) ভবন (গ) গিন্নী (ঘ) চামার
৩৭। জাপানের আইনসভার নাম কী?
(ক) কংগ্রেস (খ) নেসেট (গ) ডায়েট (ঘ) চেম্বার
৩৮। ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
(ক) লেবানন (খ) সৌদি আরব (গ) জর্ডান (ঘ) মিসর
৩৯। স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা কী?
(ক) প্রশাসকের (খ) প্রশাসক ও শিক্ষকের (গ) প্রদর্শকের (ঘ) বিচারকের
৪০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কোন তারিখে?
(ক) ৬ আগস্ট ১৯৪৫ (খ) ৯ আগস্ট ১৯৪৫
(গ) ১ আগস্ট ১৯৪৫ (ঘ) ১৪ আগস্ট ১৯৪৫
৪১। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
(ক) নবাব আলীবর্দী খা (খ) নবাব সিরাজ উদ-দৌলা
(গ) সুলতান ইলতুৎমিশ (ঘ) মুহাম্মদ বিন তুঘলক
৪২। নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে কতটি আসনে নির্বাচন হয়?
(ক) ২৯৮ (খ) ২৯৯ (গ) ৩০০ (ঘ) ২৯৬
৪৩। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কী?
(ক) সাঙ্গু নদী (খ) মহানন্দা (গ) কর্ণফুলী (ঘ) হালদা
৪৪। বাংলাদেশ ওখঙ এর সদস্যপদ লাভ করে-
(ক) ২২ জুন ১৯৭২ (খ) ২৪ জুন ১৯৭২
(গ) ২২ জুন ১৯৭৪ (ঘ) ২৪ জুন ১৯৭৪
৪৫। সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
(ক) দিনাজপুর (খ) কুমিল্লা (গ) বগুড়া (ঘ) নওগাঁ
৪৬। ভাসু বিহার অবস্থিত কোথায়?
(ক) রাজশাহী (খ) রংপুর (গ) বগুড়া (ঘ) ময়মনসিংহ
৪৭। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়-
(ক) ১ ডিসেম্বর (খ) ১০ ডিসেম্বর (গ) ৩ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর
৪৮। মিয়ানমারের রাজধানীর নাম-
(ক) রেঙ্গুন (খ) ইয়াঙ্গুন (গ) নাইপদো (ঘ) বার্মা
৪৯। ম্যাকমোহন লাইন অবস্থিত-
(ক) ভারত-চীন সীমান্তে (খ) চীন-রাশিয়া সীমান্তে
(গ) ভারত-পাকিস্তান সীমান্তে (ঘ) ভারত-রাশিয়া সীমান্তে
৫০। স্বাধীনতা সংগ্রামের স্থাপতি কে?
(ক) শামীম শিকদার (খ) হামিদুর রহমান
(গ) মৃণাল হক (ঘ) আবদুল খালিদ
উত্তর : ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. গ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ ৪১. খ ৪২. খ ৪৩. গ ৪৪. ক ৪৫. ক ৪৬. গ ৪৭. খ ৪৮. গ ৪৯. ক ৫০. ক

No comments

Powered by Blogger.