প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১২
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫১। মানব দেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
(ক) বৃক্ক (খ) অগ্ন্যাশয় (গ) যকৃৎ (ঘ) পাকস্থলী
৫২। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি?
(ক) জুল (খ) ওয়াট-ঘণ্টা (গ) কিলো-ওয়াট ঘণ্টা (ঘ) অ্যাম্পিয়ার
৫৩। FIRE: ASHES
(ক) accident:delay (খ) event:memories
(গ) water:waves (ঘ) wood:splinters
৫৪। Look--the word in the dictionary.
(ক) at (খ) for (গ) up (ঘ) after
৫৫। I dreamt a wonderful dream বাক্যটির নিম্ন রেখাঙ্কিত শব্দটি কোন প্রকার কর্ম?
(ক) Retained object (খ) Cognate object
(গ) Reflexive object (ঘ) Factitive object
৫৬। He has been working-a month.
(ক) For (খ) Since (গ) Within (ঘ) about
৫৭। I went to the market with a viwe to- a book.
(ক) bought (খ) byu (গ) bying (ঘ) being bought
৫৮। Ameliorate means to-
(ক) worsen (খ) enlighten
(গ) to make better (ঘ) to damage
৫৯। ‘ঠক চাচা’র সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?-
(ক) হুতোম প্যাচার নকশা (খ) নববাবুবিলাস
(গ) আলালের ঘরের দুলাল (ঘ) কলিকাতা কমলালয়
৬০। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি এবং লেখক কে?
(ক) আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র
(খ) কুহেলিকা, কাজী নজরুল ইসলাম
(গ) বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) গৃহদাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬১। জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এ কবিতাংশটুকুর কবি কে?
(ক) শামসুর রাহমান (খ) সুফিয়া কামাল
(গ) জীবনানন্দ দাশ (ঘ) কাজী নজরুল ইসলাম
৬২। ‘সংশপ্তক’ ও ‘সারেং বউ’ কোন জাতীয় গ্রন্থ?
(ক) নাটক (খ) উন্যাস (গ) রম্য রচনা (ঘ) প্রবন্ধ
৬৩। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। উদ্ধৃতাংশটুকু রবিঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?
(ক) শেষের কথা (খ) করুণা
(গ) কাবুলিওয়ালা (ঘ) হৈমন্তী
৬৪। ‘দশানন’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
(ক) দশ ও আনন (খ) দশ সংখ্যক ও আনন
(গ) দশ আননের সমাহার (ঘ) দশ আনন আছে যার
৬৫। যৌগিক শব্দ কোনটি?
(ক) জলধি (খ) সন্দেশ (গ) গায়ক (ঘ) পঙ্কজ
৬৬। ‘সুকাজ’ শব্দটির ‘সু’কোন প্রকার উপসর্গ?
(ক) তৎসম (খ) খাঁটি বাংলা (গ) হিন্দি (ঘ) (ক ও খ) উভয়ই
৬৭। ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গা+ওক (খ) গো+অক (গ) গৈ+অক (ঘ) গৈ+য়ক
৬৮। কোন দ্বিরুক্তিটি ধনাত্বক শব্দ?
(ক) শীত শীত (খ) শন্ শন্ (গ) পড়োপড়ো (ঘ) হাতে নাতে
৬৯। কোন সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে।
(ক) ৬০০ (খ) ৯০০ (গ) ১২০০ (ঘ) ১৮০০
৭০। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৬৮ ও ২০ বছর। ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
(ক) ৩ : ২ (খ) ৪ : ১ (গ) ৩ : ১ (ঘ) ৫ ; ১
৭১। ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাত কত?
(ক) ৪ (খ) ৮ (গ) ১২ (ঘ) ১৬
৭২। ১টি বানর ১ লাফে ২ ফুট উপরে উঠে পরবর্তী লাফে ১ ফুট নিচে নেমে আসে। ৩০ ফুট বাঁশের মাথায় উঠতে তার কতটি লাফ দিতে হবে?
(ক) ৩০ (খ) ২৯ (গ) ৫৮ (ঘ) ৫৭
৭৩। টাকায় ৫টা ক্রয় করে টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ২০% (খ) ২৫% (গ) ১০% (ঘ) ৯%
৭৪। 6ax-2xy×3x+y রাশিতে কয়টি পদ আছে?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
৭৫। কোন টাকার ১০ বৎসরে সুদে মূলে দ্বিগুণ হলে সুদের হার কত?
(ক) ২ % (খ) ৮ % (গ) ১০% (ঘ) ১২%
উত্তর : ৫১গ, ৫২গ, ৫৩খ, ৫৪খ, ৫৫গ, ৫৬ক, ৫৭গ, ৫৮গ, ৫৯গ, ৬০ক, ৬১খ, ৬২খ, ৬৩গ, ৬৪ঘ, ৬৫গ, ৬৬ঘ, ৬৭গ, ৬৮খ, ৬৯ক, ৭০ঘ, ৭১গ, ৭২ঘ, ৭৩খ, ৭৪গ, ৭৫গ।

 
 
No comments