প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১৩
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
১। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
(ক) অগ্রপথিক (খ) বিদ্রোহী
(গ) প্রলয়োল্লাস (ঘ) ধূমকেতু
২। ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) তারাশংকর বন্দোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
৩। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
(ক) সর্বহারা (খ) ছায়া হরিণ
(গ) ছায়ানট (ঘ) ভাঙ্গার গান
৪। ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
(ক) ১ মে, ১৯৬৪ (খ) ১ জুলাই, ১৯৬৬
(গ) ১৩ জুলাই, ১৯৬৯ (ঘ) ১৩ জুলাই, ১৯৭০
৫। ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-
(ক) নাটক (খ) কাব্যগ্রন্থ
(গ) গল্পগ্রন্থ (ঘ) প্রবন্ধ
৬। পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
(ক) বসনিয়া (খ) ফিলিস্তিন
(গ) ভুটান (ঘ) বুরুণ্ডি
৭। বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) প্যারীচাঁদ মিত্র
৮। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁর জন্মস্থান কোনটি?
(ক) ব্রাহ্মণবাড়িয়া (খ) পাবনা
(গ) কলকাতা (ঘ) সিলেট
৯। কোন বানানটি শুদ্ধ?
(ক) পাষাণ (খ) পাষান
(গ) পাসান (ঘ) পাশান
১০। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
(ক) ওরা কি করে?
(খ) আপনি আসবেন
(গ) আমরা যাচ্ছি
(ঘ) তোরা খাসনে
১১। বাংলা বানান রীতি অনুযায়ী কোন শব্দ জোড়ায় ভুল বানান রয়েছে?
(ক) হাতি/হাতী (খ) নারি/নারী
(গ) জাতি/জাতী (ঘ) দাদি/দাদী
১২। যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
(ক) একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
(খ) একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
(গ) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
(ঘ) দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
১৩। অপলাপ শব্দের অর্থ কী?
(ক) অস্বীকার (খ) মিথ্যা
(গ) প্রলাপ (ঘ) অসদালাপ
১৪। অভিনিবেশ শব্দটির অর্থ কী?
(ক) অভিরুচি (খ) নিস্পৃহ
(গ) মনোযোগ (ঘ) বিশেষভাবে
১৫। ‘পাপের ধন প্রায়শ্চিতে যায় এ প্রবাদটি অর্থ কী?
(ক) বোঝার উপর শাকের আঁটি
(খ) যে দামে কেনা সেই দামে বিক্রি
(গ) নাচতে না জানলে উঠান বাঁকা
(ঘ) যম, জামাই, ভাগিনা এ তিন নয় আপনা
১৬। পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ-
(ক) পর্য + আলোচনা
(খ) পরি + আলোচনা
(গ) পর্যা + লোচনা
(ঘ) পর্যালো + চনা
১৭। ‘পা ধুইবার জল’ সংকোচন করলে কী হয়?
(ক) পঙ্কজ (খ) পাদপ
(গ) প্রিয়ংবদা (ঘ) পাদ্য
১৮। Syntax means-
(ক) Manner of speech
(খ) Sentence building
(গ) Supplementary tax
(ঘ) Synchronizing act
১৯ । Choose the correct sentence.
(ক) You must compensate for the loss
(খ) You must compensate the loss
(গ) You must compensate with the loss
(ঘ) You must compensate in the loss
২০। Choose the correct spelling.
(ক) millennium (খ) millennium
(গ) millennium (ঘ) millennium
২১ । Choose the correct passive voice form of the following sentence: Whom did they accused?
(ক) By whom was he accused?
(খ) Who was accused by them?
(গ) Whom were accused by them?
(ঘ) By whom he was accused?
২২। What is the meaning of ' To make oneself at home'?
(ক) to be upset
(খ) to be comfortable
(গ) to be miserable
(ঘ) to be happy
২৩। - English are industrious.
(ক) An (খ) A
(গ) The (ঘ) None
২৪। Choose the correct sentence.
(ক) What do you prefer most?
(খ) What do you prefer?
(গ) What do you prefer more?
(ঘ) What do you prefer best?
২৫। The adjective of the word laugh.
(ক) laughable (খ) laugh
(গ) laughing (ঘ) laughingly
উত্তর: ১.গ, ২.খ, ৩.খ, ৪.গ, ৫.খ, ৬.খ, ৭.খ, ৮.ক, ৯.ক, ১০.ক, ১১.খ, ১২.গ, ১৩.ক, ১৪.গ, ১৫.খ, ১৬.খ, ১৭.ঘ, ১৮.খ, ১৯.ক, ২০.খ, ২১.খ, ২২.খ, ২৩.গ, ২৪.খ, ২৫.গ।

 
 
No comments