প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১০
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
১। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) চীনা (খ) জাপানি (গ) বর্মি (ঘ) উর্দু
২। নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) টেকো (খ) মেছো (গ) গেছো (ঘ) গেঁয়ো
৩। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তার সাংস্কৃতি নেই (খ) তার সাংস্কৃতিক নেই
(গ) তার সংস্কৃতি নেই (ঘ) তার সংস্কৃতিক নেই
৪। কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি?
(ক) রোমান লিপি (খ) ব্রাক্ষ্মী লিপি (গ) সিন্ধু লিপি (ঘ) মিসরীয় লিপি
৫। কে ‘নিখিল বঙ্গ সমিতির’ নেতা নির্বাচন হন?
(ক) জিন্নাহ (খ) নেহেরু (গ) এ কে ফজলুল হক (ঘ) গান্ধীজী
৬। “ডালে ডালে কুসুম ভার” এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে?
(ক) বোঝা (খ) গুরুত্ব (গ) সমূহ (ঘ) বিষাদ
৭। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
(ক) আধুনিক বাংলা ব্যাকরণ (খ) ব্যাকরণ মঞ্জুরী (গ) সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
(ঘ) A Grammar of the Bengali Language.
৮। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
(ক) নামপদ (খ) ক্রিয়াপদ (গ) কর্মপদ (ঘ) কর্তৃপদ
৯। “মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা” চরণের রচয়িতা কে?
(ক) অতুলপ্রসাদ সেন (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত (ঘ) রঙ্গলাল সেন
১০। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
(ক) শ্রীকান্ত (খ) ইন্দ্রনাথ (গ) অপু (ঘ) ভবেশ
১১। Which one of the following completes the sentences? The ship·
(ক) was sunk (খ) sank
(গ) drowned (ঘ) was drowned
১২। Which will be the correct preposition to complete the sentence? I am not bad·-tennis.
(ক) at (খ) with (গ) with (ঘ) on
১৩। Choose the correct sentence.
(ক) A fwe the there boys got a prize
(খ) Every of the there boys got a prize
(গ) All of the three boys got a prize
(ঘ) Each of the three boys got a prize
১৪। What is the time·-you watch?
Which one will be the correct
(ক) by (খ) in (গ) at (ঘ) with
১৫। Who is the most famous satirist in English literature?
(ক) A Pope (খ) J Swift (গ) W W ordsworth (ঘ) B Russell
১৬। What is the meaning of the word 'Ballad'?
(ক) a kind of short narrative poem.
(খ) a kind of short love poem.
(গ) a kind of short patriotic poem.
(ঘ) a kind of short condoling poem.
১৭। what is the meaning of the word 'Dirge'?
(ক) a kind of sonnet sequence
(খ) a song expressing patriotic sentiment
(গ) a long verse telling about an adventure
(ঘ) a song expressing grief lamentation mourning.
১৮। বাংলাদেশের স্কুল জন্মের হার ৪৬ এবং স্কুল মৃত্যুর হার ২০। জনসংখ্যার স্বাভাবিক প্রবৃদ্ধির শতকরা হার কত?
(ক) ২৬ জন (খ) ২.৫ জন (গ) ২.৬ জন (ঘ) ৩.৫ জন
১৯। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
(ক) ৪ মিনিট (খ) ১০ মিনিট (গ) ১৪ মিনিট (ঘ) ১৮ মিনিট
২০। যদি x3+nx+10=0 এর একটি সমাধান ২ হয় তবে x এর মান কত?
(ক) -২ (খ) ৮ (গ) ৯ (ঘ) -৯
২১। সুদের হার কত হলে যে কোন মূলধন ৮ বছরে সুদেমূলে তিনগুণ হবে?
(ক) ১২.৫% (খ) ১৫% (গ) ২০% (ঘ) ২৫%
২২। দুটি সংখ্যার গসাগু ১০ এবং লসাগু ৬০। একটি সংখ্যা ২০ হলে অন্যটি কত?
(ক) ৩৪ (খ) ৩০ (গ) ৩৬ (ঘ) ৪৮
২৩। 6x-y=1 এবং -6x+5y=7 সমীকরণ দ্বয়ে x,y এর মান কত?
(ক) ( , ২) (খ) ( - ২) (গ) (- , ২) (ঘ) (২, ২)
২৪। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ পরিধিস্থ কোণের কত গুণ?
(ক) অর্ধেক (খ) সমান (গ) দ্বিগুণ (ঘ) তিনগুণ
২৫। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
(ক) ফুলকার সাহায্যে (খ) ফুসফুসের সাহায্যে
(গ) মুখ গহ্বরের সাহায্যে (ঘ) ত্বকের সাহায্যে
উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.গ ৮.খ ০৯.গ ১০.ক ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ক ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.ঘ।

 
 
No comments