বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪৭

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

১। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
ক) নারায়ণগঞ্জ খ) মানিকগঞ্জ
গ) মুন্সীগঞ্জ ঘ) নরসিংদী
২। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান কখন?
ক) ১৯৬৮ সালের ১২ জানুয়ারি খ) ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
গ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঘ) ১৯৭১ সালের ৩ মার্চ
৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ বহনকারী রকেটযানের নাম কী?
ক) ফ্যলকনা ০৬ খ) ফ্যালকন-৯
গ) স্পুটনিক-০১ ঘ) ভয়েজার
৪। জাতীয় ভোটার দিবস কবে?
ক) ১ জানুয়ারি খ) ২ ফেব্রুয়ারি
গ) ১ মার্চ ঘ) ৩ মার্চ
৫। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?
ক) কাজী আবদুল ওদুদ খ) আবুল ফজল
গ) রশীদ করিম ঘ) হুমায়ুন কবির
৬। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ক) ৮ খ) ১১ গ) ১৫ ঘ) ৬৪
৭। মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন কত নং সেক্টরে ছিল?
ক) ১০ খ) ১ গ) ৮ ঘ) ৯
৮। বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে?
ক) চন্দ্রনাথ খ) আলুটিলা
গ) কুলাউড়া ঘ) তাজিনডং
৯। কান্তজির মন্দির কোথায়?
ক) কুমিল্লা খ) দিনাজপুর
গ) নারায়ণগঞ্জ ঘ) রাজশাহী
১০। অপরাজেয় বাংলার স্থপতি কে?
ক) সৈয়দ আবদুল্লাহ খালেদ খ) নিতুন কুণ্ডু
গ) হামিদুর রহমান ঘ) শামীম শিকদার
১১। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১২। জাতীয় প্রতীকের তারকাগুলো দিয়ে কী বুঝানো হয়েছে?
ক) অঙ্গীকার খ) লক্ষ্য ও উচ্চাকাক্সক্ষা
গ) মূলনীতি ঘ) জাতীয় চার নেতা
১৩। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি?
ক) ৩০ খ) ৪০ গ) ৪৫ ঘ) ৫০
১৪। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
ক) Parliament খ) Assembly
গ) National Assembly
ঘ) House of the Nation
১৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি?
ক) থ্যালেস অ্যালেনিয়া স্পেস খ) স্পেস এক্স
গ) ইন্টারস্পুটনিক ঘ) নাসা
১৬। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি মহাকাশে যেখানে অবস্থান করবে-?
ক) ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
খ) ১১৯.১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে
গ) ১১৯.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
ঘ) ১০৯.১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে
১৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়েছে?
ক) ১২ মে, ২০১৭ খ) ১১ মে, ২০১৮
গ) ১৩ মে, ২০১৮ ঘ) ১২ মে, ২০১৮
১৮। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
ক) ৫৬তম খ) ৫৮তম গ) ৫৭ তম ঘ) ৫৯তম
১৯। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
ক) ১৩১৪ খ) ১৬০৭ গ) ১৭৪৪ ঘ) ১৭৫২
২০ নিচের কোন পণ্যটি বাংলাদেশের ডযরঃব মড়ষফ নামে পরিচিত?
ক) পাট খ) ধান গ) ইলিশ ঘ) চিংড়ি
উত্তর : ১ঘ, ২গ, ৩খ, ৪গ, ৫ঘ, ৬খ, ৭ঘ, ৮গ, ৯খ, ১০ক, ১১গ, ১২গ, ১৩ঘ, ১৪ঘ, ১৫ক, ১৬ক, ১৭ঘ, ১৮গ, ১৯ঘ, ২০ঘ।
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

1 comment:

  1. Thanks for your informative post. If anyone wants to do mcq test please visit the application Bcs Exam Preparation

    ReplyDelete

Powered by Blogger.