বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪৬
বিসিএস
পরীক্ষার প্রস্তুতি
সাধারণ
জ্ঞান
১। ‘হাকালুকি’ হাওর
কোন জেলায় অবস্থিত?
সাধারণ
জ্ঞান
১। ‘হাকালুকি’ হাওর
কোন জেলায় অবস্থিত?
ক)
সিলেট খ) সুনামগঞ্জ
গ)
মৌলভীবাজার ঘ) রাঙ্গামাটি
২।
ষাটগম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি?
ক)
৬০ খ) ৭৭ গ) ৮৩ ঘ) ৮১
৩।
মুঘল আমলে বাংলাদেশের রাজধানী ছিল কোথায়?
ক)
ঢাকা খ) চট্টগ্রাম
গ)
গৌড় ঘ) সোনারগাঁও
৪।
বাংলাদেশে ‘কৃষি
দিবস’
পালিত হয়-?
ক)
১ আশ্বিন খ) ১ কার্তিক
গ)
১ অগ্রহায়ণ ঘ) ১ বৈশাখ
৫।
বাংলাদেশের একমাত্র ‘মৎস্য গবেষণা ইন্সটিটিউট’ কোথায় অবস্থিত?
ক)
ময়মনসিংহ খ) চাঁদপুর
গ)
ফরিদপুর ঘ) ঢাকা
৬।
বাংলাদেশের প্রধান খনিজসম্পদের নাম কী?
ক)
কয়লা খ) গ্যাস
গ)
বিদ্যুৎ ঘ) পানি
৭।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
ক)
১৯৭১ সালের ১৭ সেপ্টেম্বর
খ)
১৯৭২ সালের ১৭ সেপ্টেম্বর
গ)
১৯৭৩ সালের ১৭ সেপ্টেম্বর
ঘ)
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
৮।
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
ক)
মেঘনা খ) হালদা
গ)
পদ্মা ঘ) যমুনা
৯।
পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে কোথায়?
ক)
গোয়ালন্দ খ) ফরিদপুর
গ)
চাঁদপুর ঘ) নারায়ণগঞ্জ
১০।
বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক)
চাঁদপুর খ) ফরিদপুর
গ)
ঢাকা ঘ) পাবনা
১১।
গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কী?
ক)
জলকেলি খ) বিঝু
গ)
সাংগ্রাই ঘ) ওয়ানগালা
১২।
‘NIPORT’
কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক)
বস্ত্র খ) শিল্প
গ)
প্রতিরক্ষা ঘ) জনসংখ্যা
১৩।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়?
ক)
১৯২৩ খ) ১৯২৪
গ)
১৯২১ ঘ) ১৯২২
১৪।
‘পার্বত্য
চট্টগ্রাম শান্তিচুক্তি’ কবে স্বাক্ষরিত হয়?
ক)
২৫ মার্চ, ১৯৭২ খ) ২ ডিসেম্বর, ১৯৯৭
গ)
১২ জুলাই, ১৯৯৬ ঘ) ২ নভেম্বর, ২০০২
১৫।
‘জাতীয়
যুবনীতি-২০১৭’
অনুযায়ী যুবাদের বয়সসীমা কত বছর?
ক)
১২-২৪ খ) ১৫-২৫ গ)১৮-৩৫ ঘ) ২০-৩৮
১৬।
লালবাগ কেল্লার আদি নাম-?
ক)
আওরঙ্গবাদ দুর্গ খ) আজবরের দুর্গ
গ)
আকবরের দুর্গ ঘ) মীর জুমলার দালান
১৭।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
ক)
স্যার এএফ রহমান খ) পিজে. হার্টজ
গ)
জিএইচ ল্যাংলি
ঘ)
আ আ ম স আরেফিন সিদ্দিক
১৮।
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয়?
ক)
২ মার্চ, ১৯৫২ খ) ২১ শে ফেব্রুয়ারি, ১৯৫২
গ)
২ মার্চ, ১৯৪৮ ঘ) ৩১ জানুয়ারি, ১৯৫২
১৯।
ঢাকা বাংলার রাজধানী হয় প্রথম কত সালে?
ক)
১৫১০ খ) ১৬৬০ গ) ১৬০৮ ঘ) ১৬১০
২০।
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক)
তিস্তা খ) মহানন্দা
গ)
করতোয়া ঘ) যমুনা
উত্তর
: ১গ, ২ঘ, ৩ঘ, ৪গ, ৫ক, ৬খ, ৭ঘ, ৮ক, ৯গ, ১০খ, ১১ঘ, ১২ঘ, ১৩ক, ১৪খ, ১৫গ, ১৬ক, ১৭খ,
১৮ঘ, ১৯ঘ, ২০গ।
গ্রন্থনা
: তাওফিকুজ্জামান
Thanks for your informative post. If anyone wants to do mcq test please visit the application Bcs Exam Preparation
ReplyDelete