বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা-৬২
ক. সৌদি আরব খ. ইরাক গ. ইরান ঘ. মিসর
২। “হপ্ত পয়কর” কার রচনা?
ক. মুহাম্মদ মুকীম খ. সৈয়দ আলাওল গ. অমিয় দেব ঘ. দীনবন্ধু মিত্র
৩। “সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে “আপে” অর্থ কী?
ক. আগে খ. সম্পূর্ণ গ. স্বয়ং ঘ. পুরোপুরি।
৪। বাংলাসাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
ক. ১৮শ’ খ. ১৭শ’ গ. ১৯শ’ ঘ. ১৫শ’
৫। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
ক. রোমান্টিসিজম খ. আধুনিকতাবাদ গ. উত্তরাধুনিকতাবাদ ঘ. বাস্তববাদ
৬। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য-
ক. এয়াকুব আলী চৌধুরী খ. শেখ ফজলুল করিম গ. কাজী আবদুুল ওদুদ ঘ. কাজী আনোয়ারুল কাদির
৭। “আনোয়ারা” উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৮৯৯ সালে গ. ১৯৩৫ সালে ঘ. ১৯১৪ সালে
৮। “সুনন্দ” কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যায় খ. মোজাম্মেল হক গ. রাজশেখর বসু ঘ. বিমল ঘোষ
৯। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
ক. ভ্রান্তিবিলাস খ. বেতালপঞ্চবিংশতি গ. প্রভাবতী সম্ভাষণ ঘ. সংস্কৃতি সাহিত্যের ইতিহাস
১০। বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
ক. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. কাজী নজরুল ইসলাম গ. প্যারীচাঁদ মিত্র ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১। কোনটি শুদ্ধ?
ক. মীর মোশারফ হোসেন
খ. মীর মশারফ হোসেন
গ. মীর মশাররফ হোসেন ঘ. মীর মোশাররফ হোসেন
১২। “বাংলার মাটি বাংলার জল” সনেটটি কার রচনা?
ক. অতুলপ্রসাদ সেন খ. দ্বিজেন্দ্রলাল রায় গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম
১৩। “তারাবাঈ” নাটকটির লেখক কে?
ক. ইসমাইল হোসেন সিরাজী খ. মীর মশাররফ হোসেন
গ. আবদুল্লাহ আল মামুন ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
১৪। ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?
ক. ১৮৮৫-১৯৬৯ খ. ১৮৭৫-১৯৬৯ গ. ১৮৮৪-১৯৬৯ ঘ. ১৮৮৫-১৯৭০
১৫। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন-
ক. আল মাহমুদ
খ. আবদুল করিম সাহিত্য বিশারদ
গ. আবুল মনসুর আহমদ ঘ. আবদুল কাদির
১৬। কোন উপন্যাসের মূল চরিত্র জয়গুন?
ক. সূর্য দীঘল বাড়ী খ. জোহরা গ. সারেং বউ ঘ. হাজার বছর ধরে
১৭। শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম-
ক. লোক লোকান্তর খ. প্রতিদিন ঘরহীন ঘরে
গ. আশার বসতি ঘ. ভোরে নদীর মোহনায় জাগরণ
১৮। “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা”-এ পঙক্তিটি কার?
ক. শামসুর রাহমান খ. হাসান হাফিজুর রহমান গ. সৈয়দ শামসুল হক ঘ. আশরাফ সিদ্দিকী
১৯। মুনীর চৌধুরীর “মীর মানস” কোন জাতীয় গ্রন্থ?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. স্মৃতিকথা
২০। নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার খ. নীলদর্পণ গ. কবর ঘ. সিরাজউদ্দৌলা
উত্তর : ১। গ ২। খ ৩। গ ৪। ক ৫। গ ৬। গ ৭। ঘ ৮। ক ৯। খ ১০। ক ১১। গ ১২। গ ১৩। ঘ ১৪। ক ১৫। গ ১৬। ক ১৭। খ ১৮। ক ১৯। গ ২০। গ
এই টিউটোরিয়ালটির উপর অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন।
No comments