বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৫৫
বিসিএস
পরীক্ষার প্রস্তুতি
বাংলা
ভাষা ও সাহিত্য
১. কোনটি অপপ্রয়োগ নয়?
বাংলা
ভাষা ও সাহিত্য
১. কোনটি অপপ্রয়োগ নয়?
(ক)
মরণোত্তর (খ) স্বাধীনতাত্তর
(গ)
ভৌগোলিক (ঘ) সৌন্দর্যতা
২.
‘গুণমুগ্ধ’
শব্দটি কোন সমাসের উদাহরণ?
(ক)
করণ তৎপুরুস (খ) কর্ম তৎপুরুষ
(গ)
সমন্ধ তৎপুরুষ (ঘ) নিমিত্ত তৎপুরুষ
৩.
কোন বানানটি সঠিক?
(ক)
কীংকর্তব্যবিমুঢ় (খ) কিংকর্তব্যবিমূঢ়
(গ)
কীকর্তবিমুড় (ঘ) কিংকংত্যবিমুঢ়
৪.
Worldviwe শব্দের বাংলা পরিভাষা কোনটি?
(ক)
জাগতিক দর্শন (খ) বিশ্বদৃষ্টি
(গ)
জগতের দৃষ্টিকোণ (ঘ) বিশ্বদর্শন
৫.
‘খ্রিস্টাব্দ’
শব্দটি কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত?
(ক)
ইংরেজি+বাংলা (খ) ইংরেজি+তৎসম
(গ)
তৎসম+তৎসম (ঘ) বংলা+বাংলা
৬.
সম্+কৃত=সংস্কৃত। এটি কোন সন্ধির উদাহরণ?
(ক)
স্বরসন্ধি (খ) ব্যঞ্জনসন্ধি
(গ)
বিসর্গ সন্ধি (ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
৭.
‘প্রতিযোগিতা’
শব্দটিতে প্রত্যয় রয়েছে-
(ক)
১টি (খ) ২টি
(গ)
৩টি (ঘ) নেই
৮.
নকশি কাঁথার মাঠ-এর রচয়িতা-
(ক)
রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শরৎচন্দ্র
(গ)
জসীমউদ্দীন (ঘ) হাফিজউদ্দিন
৯.
‘যদ্যপি
আমার গুরু’
কার রচনা?
(ক)
হুমায়ূন আহমেদ (খ) আলাউদ্দিন আল আজাদ
(গ)
আবদুশ শাকুর (ঘ) আহমদ ছফা
১০.
‘সবুজপত্র’
পত্রিকা প্রকাশিত হয়-
(ক)
১৯০৯ (খ) ১৯১০
(গ)
১৯১৪ (ঘ) ১৯২১
১১.
বাংলা একাডেমি শব্দের বানান ‘একাডেমী’ থেকে ‘একাডেমি’
হয় কবে?
(ক)
১৯৯৮ (খ) ২০০৩
(গ)
২০১০ (ঘ) ২০১৩
১২.
ঢাকার ‘মুসলিম
সাহিত্য সমাজ’-এর
প্রতিষ্ঠাতা কোন খ্রিস্টাব্দে?
(ক)
১৯২৬ (খ) ১৯১১
(গ)
১৮৬৪ (ঘ) ১৯০৫
১৩.
‘মৈথিল
কোকিল’খ্যাত
কে?
(ক)
জ্ঞানদাস (খ) গোবিন্দদাস
(গ)
বিদ্যাপতি (ঘ) চণ্ডীদাস
১৪.
‘পদ্মাবতী’
কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
(ক)
আরবি (খ) ফারসি
(গ)
উর্দু (ঘ) হিন্দি
১৫.
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’-এর আবিষ্কারক-
(ক)
ড. মুহম্মদ শহীদুল্লাহ (খ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ)
হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) ডক্টর সুকুমার সেন
১৬.
‘অন্নদামঙ্গল’
কাব্যের রচয়িতা কে?
(ক)
মুকুন্দরাম চক্রবর্তী (খ) বিহারীলাল চক্রবর্তী
(গ)
ভারতচন্দ্র (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৭.
‘মর্সিয়া’
কী?
(ক)
আগমনী গীতি (খ) শোকগীতি
(গ)
ধর্মগীতি (ঘ) পল্লীগিতি
১৮.
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
(ক)
১৭৫৬ (খ) ১৭৫২
(গ)
১৭৬০ (ঘ) ১৭৬২
১৯.
কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
(ক)
কাহ্নপা (খ) লুইপা
(গ)
ডাকার্ণব (ঘ) মুনিদত্ত
২০.
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘রহমান : দ্য ফাদার অব নেশনস’-এর
পরিচালক কে?
(ক)
জহির রায়হান (খ) এস সুকুদেব
(গ)
নাগিসা ওশিমা (ঘ) ব্রেস টাগ
উত্তর
: ১ক ২ক ৩খ ৪ক ৫খ ৬খ ৭ক ৮গ ৯ঘ ১০গ ১১ঘ ১২ক ১৩গ ১৪ঘ ১৫গ ১৬গ ১৭খ ১৮গ ১৯ঘ ২০গ।
গ্রন্থনা
: আফজাল হোসেন
Thanks for your informative post. If anyone wants to do mcq test please visit the application Bcs Exam Preparation
ReplyDelete