প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-০৮
২৬। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত?
ক) পশ্চিম ইউরোপ খ) পূর্ব ইউরোপ গ) উত্তর আমেরিকা ঘ) দক্ষিণ আমেরিকা
২৭। ক্রিকেট স্টেডিয়াম ওভাল কোথায় অবস্থিত?
ক) অস্ট্রেলিয়া খ) ভারত গ) দক্ষিণ আফ্রিকা ঘ) ইংল্যান্ড
২৮। ইভেন গার্ডেন কোন খেলার জন্য বিখ্যাত?
ক) টেনিস খ) ফুটবল গ) দাবা ঘ) ক্রিকেট
২৯। a-{a-(a+1)}-এর মান কত?
ক) a খ) a+1 গ) -1 ঘ) 2
৩০। ডাইনোসার কোন মহাযুগের অধিবাসী ছিল?
ক) সিনোজোয়িক খ) মেসোজোয়িক গ) পেলিওজোয়িক ঘ) আকৃত্তজোয়িক
৩১। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি?
ক) বেলে মাটি খ) এটেল মাটি গ) দো-আঁশ মাটি ঘ) পলি মাটি
৩২। সৌর কোষে ব্যবহৃত হয়
ক) ক্যাডমিয়াম খ) অ্যালুমিনিয়াম ফয়েল গ) সিলিকন ঘ) ফসফরাস
৩৩। পেট্রলের আগুন পানি দ্বারা নিভানো যায় না, কারণ-
ক) পেট্রল পানির সঙ্গে মিশে না খ) পেট্রল পানির চেয়ে হালকা
গ) পেট্রলের সঙ্গে পানি মিশে যায় ঘ) খ ও গ উভয়েই ঠিক
৩৪। হিজরি সন প্রবর্তন করেন-
ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত উমর (রা.) গ) হজরত ওসমান (রা.) ঘ) হজরত আলী (রা.)
৩৫। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক) নাফ খ) কর্ণফুলী গ) সুরমা ঘ) মেঘনা
৩৬। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
ক) ১৯৪৮ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৪ সালে
৩৭। উইম্বলডন ট্রফি কোন খেলার জন্য দেয়া হয়?
ক) ক্রিকেট খ) লন টেনিস গ) ঘোড় দৌড় ঘ) ফুটবল
৩৮। দেশের গবেষণার উন্নয়নে উচ্চশিক্ষা সাহায্য করে থাকে-
ক) জ্ঞানের পরিসরের বৃদ্ধি
খ) শিক্ষাদান কার্যের দক্ষতায়
গ) মানব জীবনের সমৃদ্ধিতে ঘ) আবিষ্কারের পথ
৩৯। শিক্ষা ক্ষেত্রে সহজ পদ্ধতিতে একটি বিষয় শিক্ষা দেয়া হয় মনোবিজ্ঞানের কোন যুক্তির ওপর নির্ভর করে?
ক) বিষয়বস্তু শেখাতে কষ্ট হয়
খ) শিক্ষার্থী দ্রুত বিষয়বস্তু অনুধাবন করতে পারে
গ) বিষয়বস্তু সহজ হলে শিক্ষার্থীর আগ্রহ কমে যায়
ঘ) সহজ বিষয়বস্তু শেখালে শিক্ষার্থী অকৃতকার্যতার হাত থেকে রক্ষা পায়।
৪০। আমাদের দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কোন সংস্থা সবচেয়ে বেশি সাহায্য-সহযোগিতা করে?
ক) ইউনিসেফ খ) বিশ্বব্যাংক গ) বিশ্ব সাহায্য সংস্থা ঘ) ইসলামী উন্নয়ন সংস্থা
৪১। স্বাধীনের বিপরীত শব্দ হল-
ক) মুক্ত খ) মুক্তি গ) পরাধীন ঘ) চঞ্চল
৪২। রক্তকরবী নাটকটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জীবনানন্দ দাস গ) আবু ইসহাক ঘ) জহির রায়হান
৪৩। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
ক) অক্ষয় কুমার দত্ত খ) ফাল্গুনি মুখোপাধ্যায় গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৪। Origin and Development of the Bengali Language গ্রন্থটির লেখক কে?
ক) ড. সুকুমার সেন খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ গ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ) ড. দীনেশ চন্দ্র সেন
৪৫। বাংলা গদ্য রীতি গ্রন্থটির রচিয়তা-
ক) মুনীর চৌধুরী খ) মোহাম্মদ এনামুল হক গ) মুহম্মদ আব্দুল হাই ঘ) ড. দীনেশ চন্দ্র সেন
৪৬। কোনটি ঠিক?
ক) গোরা (নাট্যগ্রন্থ) খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ) গ) পথের দাবি (উপন্যাস)
ঘ) একাত্তরের দিনগুলো (উপন্যাস)
৪৭। কোন বানানটি শুদ্ধ?
ক) সমীচীন খ) সমিচীন গ) সমীচিন ঘ) সমিচিন
৪৮। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক) অন্যপদ খ) উভয়পদ গ) পূর্বপদ ঘ) পরপদ
৪৯। চন্দ্রের সমার্থক শব্দ নয়-
ক) চাঁদ খ) নিশাকর গ) অদ্রি ঘ) হিমকর
৫০। ঠোঁট কাটা বলতে কী বুঝায়?
ক) অহংকারী খ) স্পষ্টভাষী গ) মিথ্যাবাদী ঘ) পক্ষপাতদুষ্ট
উত্তর : ২৬। ক ২৭। ঘ ২৮। ঘ ২৯। খ ৩০। ঘ ৩১। খ ৩২। গ ৩৩। ঘ ৩৪। খ ৩৫। ক ৩৬। ক ৩৭। খ ৩৮। ক ৩৯। ঘ ৪০। ক ৪১। গ ৪২। ক ৪৩। ঘ ৪৪। গ ৪৫। ক ৪৬। গ ৪৭। ক ৪৮। ঘ ৪৯। গ ৫০। খ
No comments