প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১৫

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫৩। বাংলাদেশের মুক্তিযোদ্ধা বীরপ্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশির নাগরিকতা কী ছিল?
(ক) ব্রিটিশ (খ) ফরাসি
(গ) ডাচ (ঘ) কানাডিয়ান
৫৪। কখন থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(খ) ১৭ ডিসেম্বর, ১৯৭২
(গ) ১৮ ডিসেম্বর, ১৯৭২
(ঘ) ১৯ ডিসেম্বর, ১৯৭২
৫৫। ঢাকা-কলকাতা নিয়মিত সরাসরি বাস চলাচল শুরু হয়-
(ক) ১৭ জুন, ১৯৯৯
(খ) ১৯ জুন, ১৯৯৯
(গ) ৫ জুলাই, ১৯৯৯
(ঘ) ৯ জুলাই, ১৯৯৯
৫৬। ১৯৫২ সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(ক) খাজা নাজিম উদ্দিন
(খ) নূরুল আমিন
(গ) আতাউর রহমান খান
(ঘ) আবু হোসেন সরকার
৫৭। বাংলাদেশ রেলওয়ের সদর দফতর কোথায়?
(ক) ঢাকা (খ) চট্টগ্রাম (গ) ইশ্বরদী (ঘ) পার্বতীপুর
৫৮। বাংলা একাডেমিতে বইমেলা শুরু হয় কবে থেকে?
(ক) ১৯৭৮ সাল (খ) ১৯৮০ সাল
(গ) ১৯৯০ সাল (ঘ) ১৯৯৫ সাল
৫৯। ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন চলাচল শুরু হয় কবে?
(ক) ১ বৈশাখ, ১৪১৪
(খ) ১ বৈশাখ, ১৪১৫
(গ) ১৫ বৈশাখ, ১৪১৫ (ঘ) ১ জ্যৈষ্ঠ ১৪১৫
৬০। বর্তমানে বাংলা একাডেমি পুরস্কারের মূল্যমান কত টাকা?
(ক) ৭৫,০০০ টাকা
(খ) ১,০০,০০০ টাকা
(গ) ৬০,০০০ টাকা
(ঘ) ১,২৫,০০০ টাকা
৬১। বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কোন দেশে বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়?
(ক) কেনিয়া (খ) লাইবেরিয়া
(গ) পূর্ব তিমুর (ঘ) জাপান
৬২। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কত সালে গঠিত হয়?
(ক) ১৯১১ সালে (খ) ১৯১৯ সালে
(গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৬৪ সালে
৬৩। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
(ক) ভারতে (খ) পাকিস্তানে
(গ) শ্রীলংকায় (ঘ) আফগানিস্তানে
৬৪। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় সদস্য কে ছিলেন?
(ক) দাদা ভাই নওরোজী
(খ) মাওলানা মোহাম্মদ আলী
(গ) রমেশচন্দ্র দত্ত (ঘ) স্যার সৈয়দ আহমদ
৬৫। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কবে?
(ক) ২ অক্টোবর ১৯৯০
(খ) ৩ অক্টোবর ১৯৯০
(গ) ৪ নভেম্বর ১৯৯০ (ঘ) ৫ নভেম্বর ১৯৯০
৬৬। এন্টার্কটিকার খনিজদ্রব্য কোনটি?
(ক) তেল (খ) স্বর্ণ (গ) কয়লা (ঘ) চুনাপাথর
৬৭। আলজেরিয়ার মুদ্রার নাম-
(ক) রিয়েল (খ) দিনার (গ) রিংগিট (ঘ) ফ্রাংক
৬৮। পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে-
(ক) গাঙ্গেয় সমভূমি
(খ) দক্ষিণ এশীয় সমভূমি
(গ) মধ্য ইউরোপীয় সমভূমি
(ঘ) আফ্রিকার উপকূলীয় সমভূমি
৬৯। যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়-
(ক) ১৮৬৩ সালে (খ) ১৮৯৩ সালে
(গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৬৪ সালে
৭০। পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে-
(ক) মিসিসিপি-মিসৌরি (খ) নীলনদ
(গ) ইয়াংসি (ঘ) আমাজান
৭১। হ্যালির ধূমকেতু সর্বশেষ কবে দেখা গিয়েছিল?
(ক) ১৯৮০ সালে (খ) ১৯৮২ সালে
(গ) ১৯৮৪ সালে (ঘ) ১৯৮৬ সালে
৭২। টিপু সুলতান ছিলেন-
(ক) বাঙ্গালোরের শাসনকর্তা (খ) মহীশূরের শাসনকর্তা
(গ) অযোধ্যার শাসনকর্তা (ঘ) মীরাটের নবাব
৭৩। ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ-
(ক) উমাইয়া শাসনকাল (খ) ফাতেমীয় শাসনকাল
(গ) আব্বাসীয় শাসনকাল (ঘ) মুঘল শাসনকাল
৭৪। বিশ্বস্বাস্থ্য দিবস প্রতিপালিত হয় প্রতি বছর-
(ক) ৭ মার্চ (খ) ৭ এপ্রিল
(গ) ৭ মে (ঘ) ১২ এপ্রিল
৭৫। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
(ক) ক্লাইভ (খ) ডালহৌসি
(গ) ওয়েলেসলি (ঘ) জব চার্নক
৭৬। ভুটানের পার্লামেন্টে নিুকক্ষের আসন সংখ্যা কতটি?
(ক) ৪০টি (খ) ৪১টি (গ) ৪৫টি (ঘ) ৪৭টি
৭৭। OIC এর বর্তমান মহাসচিব কোন দেশের?
(ক) সেনেগাল (খ) সৌদি আরব
(গ) ইরান (ঘ) তুরস্ক
৭৮। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০০৮ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
(ক) পাকিস্তান (খ) ভারত (গ) ইংল্যান্ড (ঘ) দক্ষিণ আফ্রিকা
৭৯। টাইগার হিল কোথায়?
(ক) নেপালে (খ) দার্জিলিংয়ে
(গ) জেরুজালেমে (ঘ) কাশ্মীরে
৮০। টুপাক আমারু কী?
(ক) একটি ফলের নাম (খ) পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
(গ) একজন বিখ্যাত পণ্ডিত
(ঘ) একটি দর্শনীয় স্থান
উত্তর : ৫৩গ, ৫৪ক, ৫৫খ, ৫৬খ, ৫৭ক, ৫৮ক, ৫৯খ, ৬০খ, ৬১খ, ৬৩খ, ৬৩খ, ৬৪ক, ৬৫খ, ৬৬গ, ৬৭খ, ৬৮গ, ৬৯ক, ৭০ঘ, ৭১ঘ, ৭২ক, ৭৩গ, ৭৪খ, ৭৫ঘ, ৭৬ঘ, ৭৭ঘ, ৭৮খ, ৭৯খ, ৮০খ।

No comments

Powered by Blogger.