সাধারণ জ্ঞান : বিখ্যাত বাংলা নাটক
১. প্রশ্ন : নাটক কী?
উত্তর : দৃশ্যকাব্য।
২. প্রশ্ন :
বাংলা নাটক মঞ্চায়ন, রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথমে আসে?
উত্তর : হেরাসিম লেবেডফ।
উত্তর : হেরাসিম লেবেডফ।
৩. প্রশ্ন : ‘দ্য ডিজগাইজ’ নাটকের বাংলা আনুবাদক কে?
উত্তর : হেরাসিম লেবেডফ।
উত্তর : হেরাসিম লেবেডফ।
৪. প্রশ্ন :
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায়?
উত্তর : জীবনানুভূতির গভীরতায়।
উত্তর : জীবনানুভূতির গভীরতায়।
৫. প্রশ্ন :
নাটক ও প্রহসনের মূল পার্থক্য কোথায়?
উত্তর : ব্যঙ্গ-বিদ্রুপ।
উত্তর : ব্যঙ্গ-বিদ্রুপ।
৬. প্রশ্ন :
রামনারায়ণ তর্করত্নের বিখ্যাত নাটকের নাম কী কী?
উত্তর : কুলীনকূলসর্বস্ব (১৮৫৪), বেনীসংহার (১৮৫৬), রত্নাবলী, রুক্সিনীহরণ (১৮৭১), স্বপ্নধন (১৮৭৩), ধর্মবিজয় (১৮৭৫), কংসবধ (১৮৭৫), নবনাটক (১৮৮৬)।
উত্তর : কুলীনকূলসর্বস্ব (১৮৫৪), বেনীসংহার (১৮৫৬), রত্নাবলী, রুক্সিনীহরণ (১৮৭১), স্বপ্নধন (১৮৭৩), ধর্মবিজয় (১৮৭৫), কংসবধ (১৮৭৫), নবনাটক (১৮৮৬)।
৭. প্রশ্ন :
রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বিখ্যাত নাটকের নাম কী?
উত্তর : তাসের দেশ (১৩৪০ বাং), রক্তকবরী (১৯২৪), মুকুট (১৩১৫), মুক্তধারা (১৯২২), বসন্ত (১৩২১), চিরকুমার সভা (১৩০৮), মায়ার খেলা (১২৯৫), বিসর্জন (১২৯৭), রথযাত্রা (১৩০০), প্রায়শ্চিত্ত (১৩১৬), শারদোৎসব (১৩১৫), চণ্ডিলিকা (১৯৩৮), চিত্রাঙ্গদা (১২৯৯)।
উত্তর : তাসের দেশ (১৩৪০ বাং), রক্তকবরী (১৯২৪), মুকুট (১৩১৫), মুক্তধারা (১৯২২), বসন্ত (১৩২১), চিরকুমার সভা (১৩০৮), মায়ার খেলা (১২৯৫), বিসর্জন (১২৯৭), রথযাত্রা (১৩০০), প্রায়শ্চিত্ত (১৩১৬), শারদোৎসব (১৩১৫), চণ্ডিলিকা (১৯৩৮), চিত্রাঙ্গদা (১২৯৯)।
৮. প্রশ্ন :
হরচন্দ্র ঘোষের নাটকের নাম কী?
উত্তর : ভানুমতি চিত্তবিলাস (১৮৫২)।
উত্তর : ভানুমতি চিত্তবিলাস (১৮৫২)।
৯. প্রশ্ন :
যোগেন্দ্রচন্দ্রের নাটকের নাম কী?
উত্তর : কীর্তিবিলাস (১৮৫২)।
উত্তর : কীর্তিবিলাস (১৮৫২)।
১০. প্রশ্ন :
তারাচরণ সিকদারের নাটকের নাম কী?
উত্তর : ভদ্রার্জুন (১৮৫২)।
উত্তর : ভদ্রার্জুন (১৮৫২)।
১১. প্রশ্ন :
নবীনচন্দ্র সেনের নাটকের নাম কী?
উত্তর : শুভ নির্মালা।
উত্তর : শুভ নির্মালা।
১২. প্রশ্ন :
গিরিশচন্দ্র ঘোষের নাটকের নাম কী কী?
উত্তর : সীতার বনবাস (১৮৮২), প্রফুল্ল (১৮৮৯), সিরাজুদ্দৌলা (১৯০৬)।
উত্তর : সীতার বনবাস (১৮৮২), প্রফুল্ল (১৮৮৯), সিরাজুদ্দৌলা (১৯০৬)।
১৩. প্রশ্ন :
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের নাম কী কী?
উত্তর : তারাবাঈ (১৯০৩), চন্দ্রগুপ্ত (১৯১১), সাজাহান (১৯০৯), নূরজাহান (১৯০৮), দুর্গাদাস (১৯০৬), মেরার পতন (১৩১৫), সিংহল বিজয় (১৯১৬)।
উত্তর : তারাবাঈ (১৯০৩), চন্দ্রগুপ্ত (১৯১১), সাজাহান (১৯০৯), নূরজাহান (১৯০৮), দুর্গাদাস (১৯০৬), মেরার পতন (১৩১৫), সিংহল বিজয় (১৯১৬)।
১৪. প্রশ্ন :
দীনবন্ধু মিত্রের নাটকের নাম কী কী?
উত্তর : নীল দর্পণ (১৮৬০), লীলাবতী (১৮৬৭), নবীন তপস্বীনি (১৮৬৩), কমলে কামিনী (১৮৭৩), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)।
উত্তর : নীল দর্পণ (১৮৬০), লীলাবতী (১৮৬৭), নবীন তপস্বীনি (১৮৬৩), কমলে কামিনী (১৮৭৩), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)।
১৫. প্রশ্ন :
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাটকের নাম কী কী?
উত্তর : আগন্তুক (১৯৬২), রামমোহন (১৯৫২), ভাড়াটে চাই (১৯৬২)।
উত্তর : আগন্তুক (১৯৬২), রামমোহন (১৯৫২), ভাড়াটে চাই (১৯৬২)।
১৬. প্রশ্ন :
কৃষ্ণচন্দ্র হালদারের নাটকের নাম-
উত্তর : কৈবল্যতত্ত্ব, রাবনবধ।
উত্তর : কৈবল্যতত্ত্ব, রাবনবধ।
১৭. প্রশ্ন :
হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকের নাম কী?
উত্তর : নলিনী বসন্ত।
উত্তর : নলিনী বসন্ত।
১৮. প্রশ্ন :
অমৃতলাল বসুর নাটকের নাম কী কী?
উত্তর : তিতলবর্ণ (১৮৮১), তরুবালা (১৮৯১), আদর্শ বন্ধু (১৩০৭ বাং), নবযৌবন, বজ্রলীলা, বিমাতা বা বিজয় বসন্ত (১৩০০ বাং)।
উত্তর : তিতলবর্ণ (১৮৮১), তরুবালা (১৮৯১), আদর্শ বন্ধু (১৩০৭ বাং), নবযৌবন, বজ্রলীলা, বিমাতা বা বিজয় বসন্ত (১৩০০ বাং)।
১৯. প্রশ্ন :
মাইকেল মধুসূদন দত্তের নাটকের নাম কী কী?
উত্তর : শর্মিষ্ঠা (১৯৫৯), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), মায়াকানন ।
উত্তর : শর্মিষ্ঠা (১৯৫৯), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), মায়াকানন ।
২০. প্রশ্ন :
মমতাজ উদ্দীন আহমেদের কয়েকটি বিখ্যাত নাটকের নাম কী?
উত্তর : স্পার্টাকাস বিষয়ক জটিলতা, বিবাহ, চয়ন তোমার ভালোবাসা, নাট্যত্রয়ী এই সেই কণ্ঠস্বর, প্রেম বিবাহ সুটকেস, রঙ্গ পঞ্চদশ, ক্ষতবিক্ষত, রাজা অনুস্বারের পালা।
উত্তর : স্পার্টাকাস বিষয়ক জটিলতা, বিবাহ, চয়ন তোমার ভালোবাসা, নাট্যত্রয়ী এই সেই কণ্ঠস্বর, প্রেম বিবাহ সুটকেস, রঙ্গ পঞ্চদশ, ক্ষতবিক্ষত, রাজা অনুস্বারের পালা।
(সংগৃহিত)

No comments