৩৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান ও বিজ্ঞান 5


সুপ্রিয় ৩৫তম বিসিএস পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিন। আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ  ‘সাধারণ জ্ঞানÑ আন্তর্জাতিক  বিষয়াবলি ও বিজ্ঞান বিষয়’ থেকে আরো ১১টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।  ১৭। ‘পূর্ব তিমুর’ স্বাধীনতা লাভ করে কোন দেশের কাছ থেকে? ক) ইন্দোনেশিয়া খ) মালয়েশিয়া  গ) নিউজিল্যান্ড ঘ) অস্ট্রেলিয়া ১৮। ‘বৈরুত’ কোন দেশের রাজধানী? ক) নামিবিয়া খ) মরক্কো  গ) ফ্রান্স ঘ) লেবানন ১৯। ‘অলিম্পিক এয়ারওয়েজ’ কোন দেশের বিমান সংস্থা? ক) জার্মানি খ) গ্রিস গ) জর্ডান ঘ) চীন ২০। OPEC সদর দফতর কোথায় অবস্থিত? ক) রোম খ) নয়া দিল্লি  গ) ভিয়েনা ঘ) রিয়াদ ২১। কোন দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয়? ক) বায়ু দূষণ খ) শব্দ দূষণ  গ) পানি দূষণ ঘ) পারমাণবিক দূষণ ২২। E=mc2 সূত্রের আবিষ্কারকÑ ক) আলফ্রেড নোবেল খ) এল বেয়ার্ড গ) রন্টজেন ঘ) আইনস্টাইন ২৩। ‘দুটি যোগের আণবিক সঙ্কেত একই কিন্তু গাঠনিক সঙ্কেত ভিন্ন’Ñ কোনটির বৈশিষ্ট্য? ক) আইসোমার খ) আইসোটোপ  গ) আইসোবার ঘ) আইসোটোন ২৪। টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কোনটি? ক) বৃক্ষরোপণ  খ) উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন  গ) কাঠের সৃজন করা ঘ) কোনোটিই নয় ২৫। HIV সংক্রমণের শেষ পর্যায় হলোÑ ক) ব্লাড ক্যান্সার খ) রিকেটস  গ) এইডস ঘ) ডিপথেরিয়া ২৬। আয়তন হিসেবে বিশুদ্ধ বায়ুতে সাধারণত শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে? ক) ৯৮.০১ ভাগ খ) ৭৮.০২ ভাগ  গ) ২০.৭১ ভাগ ঘ) ০.৮০ ভাগ ২৭। হলুদ ফুলকে নীল কাচের মধ্য দিয়ে দেখলেÑ ক) লাল দেখায় খ) সাদা দেখায়  গ) কালো দেখায় ঘ) সবুজ দেখায় উত্তর : ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.গ ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.গ। - See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=OTA2NDM=&sec=12#sthash.d9BdMiXe.dpuf

1 comment:


  1. বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার কোন বিকল্প নেই। বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে জানতে হবে। বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান আরোহন করতে হবে। কিন্তু আপনি কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু জানার বাকি আছে তা জানার জন্য আপনাকে বার বার পরীক্ষা দিতে হবে । Mcq Exam সেরকমই পরীক্ষা দেওয়ার একটি সাইট।

    এই সাইটে বিভিন্ন শিক্ষামুলক Article ও Discussion Board আছে । যা পড়ে বা আলোচনার মাধ্যমে আপনি আপনার জ্ঞানের পরিধি বাড়াতে পারেন এবং সাধারন জ্ঞানের উপর পরীক্ষা দিয়ে নিজের উপর Confidence তৈরি করতে পারেন।

    ReplyDelete

Powered by Blogger.